১৮ বছর আগে বরখাস্ত ৩২৮ নির্বাচন কর্মকর্তা চাকরিতে পুনর্বহারের নির্দেশ আপিল বিভাগের

১৮ বছর আগে বরখাস্ত হওয়া ৩২৮ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ। রায়ে চাকরি হারানো কর্মকর্তাদের সব সুযোগ-সুবিধা ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৮ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ ১৭ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেন।
আরও পড়ুন: সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রায়ে বলা হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ছিল স্বাধীন ও সার্বভৌম ক্ষমতার ওপর অসাংবিধানিক হস্তক্ষেপ।
আরও পড়ুন: ডা. নিতাই হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি, চারজনের আমৃত্যু কারাদণ্ড
উল্লেখ্য, বিএনপি–জামায়াত জোট সরকারের সময়ে নিয়োগ পাওয়া ৮৫ জন কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগের অভিযোগে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকার বরখাস্ত করেছিল। পরবর্তীতে আরও অনেককে একই অভিযোগে চাকরিচ্যুত করা হয়।
২০২২ সালের ১ সেপ্টেম্বর আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল ও চারটি পৃথক রিভিউ আবেদনের শুনানি শেষে গত ২৫ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ চাকরি ফেরতের নির্দেশ দেন। আজ প্রকাশিত রায়ে সেই নির্দেশনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা এসেছে।