রামপুরায় ২৮ হত্যা

লে. কর্নেল রেদোয়ানুলসহ চার আসামির অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৪২ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর রামপুরায় জুলাই-আগস্টে ২৮ জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম, সাবেক মেজর মো. রাফাত বিন আলম, খিলগাঁওয়ের সাবেক এডিসি রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ আগামী ৪ ডিসেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আরও পড়ুন: সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

সোমবার (২৪ নভেম্বর) বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বে দুই সদস্যের প্যানেল এ শুনানির দিন ধার্য করেন। প্যানেলের অন্য সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

আরও পড়ুন: সুরভীর মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

এদিন সকালে লে. কর্নেল রেদোয়ানুল ইসলাম ও সাবেক মেজর রাফাত বিন আলমকে কড়া নিরাপত্তার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাইকোর্টের প্রবেশপথ, ট্রাইব্যুনালের মূল ফটক ও আশপাশজুড়ে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পলাতক দুই আসামির জন্য ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করেছে।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আন্দোলনের সময় রামপুরায় বিজিবি কর্মকর্তাদের নেতৃত্বে গুলিতে নিহত হয় ২৮ জন। ভিডিও ও সাক্ষ্য-প্রমাণে লে. কর্নেল রেদোয়ানুলকে সরাসরি আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালাতে দেখা গেছে বলে তদন্তে উঠে এসেছে। চারজনের বিরুদ্ধেই আলাদা ফরমাল চার্জ দাখিল করা হয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জুলাইয়ের শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ৩০ আসামির বিরুদ্ধে ২৭ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। এছাড়া চানখারপুলে শিক্ষার্থী শাহারিয়ার খান আনাসসহ ছয়জন হত্যার মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা।