ট্যুরিস্ট ভিসায় ওমরাহ পালন করতে পারবে ৪৯ দেশের নাগরিক

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২২ | আপডেট: ৭:১২ পূর্বাহ্ন, ০৫ নভেম্বর ২০২২

সৌদি আরবের হজ ও ওমরাহ্ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে সৌদিতে ঘুরতে আসা ট্যুরিস্ট ভিসাধারী ব্যক্তিরাও ওমরাহ্ পালন করতে পারবে। আরব নিউজ

তবে এই সুবিধা প্রদান করা হয়েছে ৪৯ টি দেশের নাগরিকদের জন্য। তালিকাভুক্ত দেশগুলোর ট্যুরিস্টরা চাইলেই ওমরাহ্ পালন করতে পারবে, সেক্ষেত্রে আগে অনলাইনে অথবা বিমানবন্দরে নেমে কর্তৃপক্ষের অনুমতির জন্য প্রয়োজনীয় নথি প্রদানসহ ভিসা সুরক্ষিত করতে হবে।

আরও পড়ুন: নানা গুঞ্জন এর মাঝে জাতির উদ্দেশে ভাষণ দেবেন খামেনি

সেই সাথে দর্শনার্থীদের ১২ মাস বা এক বছরের জন্য বৈধ পর্যটন ভিসার অনুমোদন দেয়া হবে। এ ক্ষেত্রে যাদের ফ্যামিলি ভিজিট ভিসা আছে, তারা ‘ইতমারনা অ্যাপের’ মাধ্যমে বুকিং করে ওমরাহ পালন করতে পারবেন।

ওমরাহ পালনের ক্ষেত্রে, কোভিড-১৯ এর চিকিৎসা, দুর্ঘটনার ফলে মৃত্যু বা অক্ষমতা এবং ফ্লাইট বিলম্ব বা বাতিলের ফলে উদ্ভূত খরচের জন্য দর্শনার্থীদের একটি স্বাস্থ্য বীমা থাকতে হবে।

আরও পড়ুন: ইরানে হামলা নিয়ে জরুরি বৈঠকে বসছে পাকিস্তান

ট্যুরিস্ট ভিসার যোগ্য দেশসমূহ

নিন্মের উল্লেখিত দেশের নাগরিকেরা ট্যুরিস্ট ভিসা গ্রহণ করে সৌদি আরবে ভ্রমণ করতে পারবেনঃ আমেরিকা, কানাডা, আনডোরা, অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জার্মানি, গ্রীস, নেদারল্যান্ড, হাঙ্গেরি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইয়ালি, লাতভিয়া, লেইশটেন্সটাইন, লিথুয়ানিয়া, লাক্সেমবার্গ, মাল্টা, মনাকো, মন্টেনেগ্রো, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, রাশিয়া, স্যান ম্যারিনো, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, ইউক্রেন, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, স্পেইন, ব্রুনেই, চায়না, হং কং, ম্যাকাও, জাপান, কাজাখাস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, ওশেনিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।

সৌদি আরবে আগত ট্যুরিস্টদের তাদের সকল স্বাস্থ্য সংক্রান্ত তথ্য মুকিম পোর্টালে রেজিস্ট্রেশন করে জানানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। মুকিম পোর্টালে রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন এখানে >> https://muqeem.sa/#/vaccine-registration/home

ট্যুরিস্টদের সুবিধার্থে তাওয়াক্কালনা এপ্লিকেশনে ভ্রমণকারীদের জন্য পাসপোর্ট এর তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করার ব্যবস্থা চালু করেছে মন্ত্রণালয়। সৌদি আরবের যেকোন পাবলিক এবং প্রাইভেট প্রতিষ্ঠান, যেকোন শপিং মল, বিনোদনমূলক স্থান, বা যেকোন পাবলিক স্থানে প্রবেশ করার পূর্বে তাওয়াক্কালনা এপ্লিকেশনে ইমিউন স্ট্যাটাস প্রদর্শন করতে হবে।