ঢাকার দুই মেয়র মন্ত্রী ও নারায়ণগঞ্জ-চট্টগ্রামের দুই মেয়র প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাচ্ছেন

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২২ | আপডেট: ৮:২৬ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মো. আতিকুল ইসলাম, মো. রেজাউল করিম চৌধুরী, সেলিনা হায়াৎ আইভী
মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মো. আতিকুল ইসলাম, মো. রেজাউল করিম চৌধুরী, সেলিনা হায়াৎ আইভী

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মন্ত্রীর পদমর্যাদা পাচ্ছেন। এছাড়া নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী ও চট্টগ্রাম সিটির মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

আজ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা মন্ত্রিপরিষদ সচিবকে দেয়া হয়েছে।

আরও পড়ুন: আল বদর বাহিনী ধর্মকে বিক্রি করছে, বিএনপি বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না: আমিনুল হক

এতে মেয়রদের নামের পাশে মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রদানপূর্বক গেজেট প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।