নেত্রকোণায় পুরাতন ভবনের ছাদ ধসে ৩ শ্রমিক নিহত, আহত ২

Sanchoy Biswas
হৃদয় রায় সজীব, নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৮:০৪ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোণা জেলা সেচ কার্যালয়ের পুরাতন একটি ভবন ভাঙার সময় ছাদ ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে জেলা শহরের নাগড়া এলাকায় বিএডিসি ফার্মে সেচ পরিত্যক্ত ভবনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার পলাশহাটি গ্রামের দ্বীপু মিয়া, হলুদআটি গ্রামের হান্নান মিয়া এবং আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের সালাম মিয়া।

আরও পড়ুন: রূপগঞ্জে শতাধিক গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও সমিতির প্রতারকরা, দিশেহারা গ্রাহকরা

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকা জেলা সেচ কার্যালয়ের পুরাতন ভবনটি ভাঙার কাজ চলছিল। হঠাৎ ভবনের ছাদের একটি বড় অংশ ধসে পড়ে কয়েকজন শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করেন এবং গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠান।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

আরও পড়ুন: ঢাকা-সিলেট মহাসড়কের ২০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট

এদিকে খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। দুর্ঘটনার সঠিক কারণ তদন্তে প্রশাসন একটি কমিটি গঠন করবে বলে জানা গেছে।