‘ফিরে চল মাটির টানে’র বাছাই পর্ব ইউআইইউ’তে অনুষ্ঠিত

সাংবাদিক শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় চ্যানেল আই’র জনপ্রিয় অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষ’। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রামীণ কৃষি জীবন কাছ থেকে দেখা ও অংশ নেওয়ার সুযোগ করে দিতে অনুষ্ঠিত হয় ‘ফিরে চল মাটির টানে’।
এবারের পর্বে অংশ নিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)’র শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়।
আরও পড়ুন: ৮৪ দফা ও ৮ অঙ্গীকার নিয়ে রাজনৈতিক দলগুলোর হাতে জাতীয় জুলাই সনদের খসড়া
মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের আয়োজনে এবং শাইখ সিরাজ’র পরিচালনায় বাছাই পর্বটি ইউআইইউ’র অডিটোরিয়ামে সোমবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়।
ইউআইইউ’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বাছাই পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পাশাপাশি ইউআইইউ’র শিক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে ৩টি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে