আত্মসমর্পণের প্রস্তাব নাকচ করে হামলার নির্দেশনা দেন শামিন: সিটিটিসি

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ন, ২৪ জুন ২০২৩ | আপডেট: ৪:০০ অপরাহ্ন, ২৪ জুন ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ। তার মোবাইল ফোনে একটি কথোপকথনের রেকর্ড পেয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সেখানে সংগঠনটির শুরা সদস্য এবং কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বমের বক্তব্য রয়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণের প্রস্তাব দিলেও তা নাকচ করেন শামিন। তিনি উল্টো ‘সশস্ত্র জিহাদ’ করার তাগিদ দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার নির্দেশনা দেন।

শামিন মাহফুজকে গ্রেপ্তারের পর শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিটিসি প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।

আরও পড়ুন: এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ

এর আগে শুক্রবার রাতে রাজধানীর ডেমরায় অভিযান চালিয়ে শামিন মাহফুজকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।