সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ মাদকদ্রব্যের নতুন ডিজির

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ন, ২৯ মে ২০২৪ | আপডেট: ১:৫২ অপরাহ্ন, ২৯ মে ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিজ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে প্রথম সভা করলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নতুন মহাপরিচালক (ডিজি) খন্দকার মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি সবাইকে পেশাদারিত্ব এবং অনিয়মের উর্ধ্বে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন।

বুধবার (২৯ মে) সকালে সেগুনবাগিচার প্রধান কার্যালয়ের সভায় তিনি আরও বলেন, এই অধিদপ্তর দেশে মাদকের ব্যবহার ও তা নিয়ন্ত্রণে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। অনেক সীমাবদ্ধ থাকলেও কর্মকর্তা-কর্মচারিরা দৈনন্দিন যেসব কাজ করছে তা প্রশংসার দাবিও রাখে। তারপরও আমাদের আরও কাজের পরিধি বাড়াতে হবে। যাতে করে দেশে মাদকের ব্যবহার কোন অংশে বৃদ্ধি পেতে না পারে। আবার আধুনিক এ বিশে^র সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে গেলে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি অভিযানের সময় অস্ত্রেরও দরকার আছে। যেখানে সিকিউরিটি কোম্পানিগুলো অস্ত্র ব্যবহার করতে পারে সেখানে আমাদের না থাকাটা খুবই দু:খজনক। তবে এ ব্যাপারে কিছু করা যায় কিনা সে বিষয়ে মন্ত্রণালয়সহ উর্ধ্বতন কর্তৃপক্ষোর কাছে বিষয়টি তুলে ধরা হবে। তবে কোন কর্মকর্তা বা কর্মচারির বিরুদ্ধে কোন অভিযোগ যেন না আসে সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। সেক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ পেশাদারিত্ব এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা, প্রকৃত কারবারি কারা তাদের চিন্থিত করে আইনের আওতায় আনা, মাদকের ব্যবহার কিভাবে রোধ করা যায় সেজন্য আইন প্রয়োগের পাশাপাশি প্রয়োজনে নানা সচেনতনামূলক অনুষ্ঠান করা যেতে পারে। এছাড়াও ব্যক্তির বিরুদ্ধে ওঠা কোন অভিযোগ কখনোই অধিদপ্তর নেবে বলে তিনি সভায় উপস্থিত সবাইকে স্মরণ করিয়ে দেন।

আরও পড়ুন: সিএমপির সাংবাদিক নির্যাতন: ঘুসি আকবরের পর ডিসি আমিরুল

এ সময় অধিদপ্তরের পরিচালক, উপ-পরিচালক, সহকারি পরিচালক, পরিদর্শকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (২৭ মে) তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। তিনি জাতীয় গৃহয়াণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও কর্মময় জীবনে তিনি সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তর বা মন্ত্রণালয়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

গত ১৫ মে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব মো. আলমগীর কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে পদোন্নতি দিয়ে (গ্রেড-১) অধিদপ্তরে যোগদান করতে বলা হয়।

মোস্তাফিজুর রহমান এর আগে বস্ত্র অধিদপ্তর, শাহবাগ জাতীয় জাদুঘর মহাপরিচালক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি প্রিন্ট-ডিজাইন এন্ড প্যাকেজিং এর মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ৯ম বিসিএস  পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসনে ক্যাডারে যোগদান করেন।