কোটা বাতিলের দাবিতে রেললাইন অবরোধ, ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ
কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ বুধবার দুপুরে রাজধানীর কাওরানবাজার ও মহাখালী আমতলী রেললাইন অবরোধ করে রেখেছে। এর ফলে ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
ঢাকা রেলওয়ে থানা কমলাপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহমেদ বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১২টার পর থেকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা রেললাইনে কাঠ ফেলে অবরোধ করে রেখেছে।
আরও পড়ুন: তরুণরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে, নাহিদের হুঁশিয়ারি
রেলওয়ে থানার ওসি আরও বলেন, রেললাইন অবরুদ্ধ থাকায় ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ আছে। তবে রেল কর্তৃপক্ষ দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রেললাইন অবরুদ্ধ করা হয়েছে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। পর্যাক্রমে আন্দোলন আরও বেগবান হবে বলেও জানান তারা।
আরও পড়ুন: ৭ নভেম্বর ছিল বাংলাদেশের প্রগতির টার্নিং পয়েন্ট: মির্জা ফখরুল
দুপুরে কারওয়ান বাজার ও মহাখালী রেলগেইট এলাকা ঘুরে দেখা যায়, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা রেললাইনে ওপরে কাঠের বিভিন্ন গুড়ি ও বাঁশ ফেলে অবরোধ করছে। এছাড়াও রেল ক্রসিংয়ের ব্যারিকেডের গেইট ফেলে অবরুদ্ধ করে রেখেছে। এতে রেলগেইট দিয়ে কোনও যানবাহনও চলাচল করতে পারছে না। তবে অ্যাম্বুলেন্স ও রোগী বহনকারী গাড়িগুলোকে চলাচলের সুযোগ করে দেওয়া হচ্ছে।





