গণভবনে হাজারো ছাত্র-জনতা

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৪ | আপডেট: ১০:৪১ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। এরপরই গণভবনে ঢুকে পড়েছেন হাজারো মানুষ। সেখানের উল্লসিত ছাত্র-জনতার স্রোত দেখা যায়। 

আজ সোমবার (৫ আগস্ট) বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে তাঁরা রাজধানী ঢাকা ছেড়েছেন। 

আরও পড়ুন: উত্তেজনা কমাতে বিএনপি-জামায়াতের সঙ্গে সরকারের যোগাযোগ

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তবে তিনি সে সুযোগ পাননি।

ধারণা করা হচ্ছে, হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: নেপালে অভ্যুত্থানের অন্যতম কারণ পিআর নির্বাচন পদ্ধতি: আলাল