পেট্রোবাংলায় হামলা ভাঙচুর, নতুন এমডিকে অফিসে ঢুকতে দিবেনা তিতাস কর্মীরা

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০০ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১:৩৭ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কে লাভজনক ও পতিত স্বৈরাচারী শেখ হাসিনার দোসরদের কবল থেকে মুক্ত করে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে তিতাস গ্যাসের অভিজ্ঞ ব্যক্তিকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের দাবি করেছে তিতাসের কর্মকর্তা কর্মচারীরা। নতুন নিয়োগ প্রাপ্ত পেট্রো বাংলার কর্মকর্তা ব্যবস্থাপনা পরিচালক কে প্রত্যাখ্যান করে তাকে অভিষেক ঢুকতে দেয় নি কর্মীরা। নিয়োগের খবরে তাকে প্রত্যাখ্যান করে বিক্ষুব্ধ  কর্মকর্তা-কর্মচারীযা পেট্রোবাংলায় বিক্ষোভ ও ভাঙচুর করেছে। তিতাস গ্যাসে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রতিবাদে এ বিক্ষোভ বলে জানিয়েছেন তারা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বিক্ষুব্ধরা রাজধানীর কাওরান বাজারে পেট্রোবাংলার প্রধান কার্যালয় পেট্রো সেন্টারের নিচতলার রিসিপশনের গ্লাস ভাঙচুর করেন। এর পৌনে এক ঘণ্টা পর তারা তিতাস গ্যাসে ফিরে যান।

আরও পড়ুন: বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লাহর চুক্তি ৯ই সেপ্টেম্বর বাতিল করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এরপর গ্যাস ট্রান্সমিশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজকে তিতাস গ্যাসে ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব দেয়া হয়। 

তিতাস গ্যাস সূত্র জানিয়েছে, শাহনেওয়াজ পারভেজকে দায়িত্ব দেয়ার পর থেকে তিতাসের জিএম (জিএম ইএসডি) হেলাল তালুকদার, জিএম (অডিট) মো. রাশিদুল আলম, ডিজিএম (পিসিডি) ইঞ্জিনিয়ার এনামুল হক, প্রিপেইড মিটার প্রকল্পের পিডি কাওসার আলম সুমন সহ অফিসের সকল কর্মকর্তা কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

আরও পড়ুন: রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের

এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, তিতাসের লোকজনের দাবি হচ্ছে তাদের কর্মকর্তাদের মধ্য থেকে এমডি করতে হবে। কিন্তু পেট্রোবাংলার সিনিয়রিটির তালিকায় তিতাস গ্যাসের শীর্ষ ৫০-৬০ এর মধ্যেও কেউ নেই। আবার অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এটা করে একশ্রেণির লোকজন দুর্নীতিকে প্রশ্রয় দেয়ার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের নীতি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স।

তিনি বলেন, আমরা পুলিশ ও সেনাবাহিনীকে অবহিত করেছি। যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এদিকে তিতাস গ্যাসের কর্মকর্তারা জানান তিতাস গ্যাস একটি বিতরণকারী প্রতিষ্ঠান। পেট্রো বাংলা আওতাধীন এরকম ১৩ টি কোম্পানি আছে। তিতাস গ্যাসকে দুর্নীতিমুক্ত ও আরো লাভজনক পরিণত করতে হলে অভিজ্ঞ ব্যবস্থাপনা পরিচালক প্রয়োজন। নতুন নিয়োগকৃত ব্যবস্থাপনা পরিচালক এর আগে বিতরণ বিভাগে কোন কাজই করেননি। এছাড়াও তিতাসের কর্মকর্তা কর্মচারীরা সিনিয়র অভিজ্ঞ হলেও তারা পদোন্নতি বঞ্চিত আছেন। তাদের মধ্য থেকে কাউকে এমডি নিয়োগ করা হলে কর্মকর্তা-কর্মচারীদের কাজের উৎসাহের পাশাপাশি পদোন্নতি সুযোগ ও সৃষ্টি হবে।