মোদিকে যে ছবি উপহার দিলেন ড. ইউনূস

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ৮:২৯ পূর্বাহ্ন, ০৬ এপ্রিল ২০২৫
নরেন্দ্র মোদিকে ছবি উপহার দেন ড. ইউনূস। ছবিঃ সংগৃহীত
নরেন্দ্র মোদিকে ছবি উপহার দেন ড. ইউনূস। ছবিঃ সংগৃহীত

বিমসটেক সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি ছবি উপহার দিয়েছেন। 

শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে তাদের দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ ছবি উপহার দেন।

আরও পড়ুন: যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের কাছে দেশ নিরাপদ নয় : সালাম আজাদ

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ছবিটি ২০১৫ সালের ৩ জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের সময় তোলা হয়।

ছবিতে দেখা যাচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক প্রদান করছেন।

আরও পড়ুন: বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন

দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলেও জানা গেছে।

এর আগে, থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে শুক্রবার স্থানীয় সময় ১২টায় ড. ইউনূস ও নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মোদির সঙ্গে বৈঠক এটি।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে নরেন্দ্র মোদি ছাড়াও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, নেপালের প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার অন্য নেতারা উপস্থিত ছিলেন।