৬২ কর্মকর্তার পদকের প্রজ্ঞাপন জারি

বিতর্কিত ওসি ডাবলুর পুলিশ পদক বাতিল

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:১৪ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
বিতর্কিত পুলিশ কর্মকর্তা মনিরুল হক ডাবলু। ছবিঃ সংগৃহীত
বিতর্কিত পুলিশ কর্মকর্তা মনিরুল হক ডাবলু। ছবিঃ সংগৃহীত

তীব্র সমালোচনার মুখে শেষ মুহূর্তে বিতর্কিত পুলিশ কর্মকর্তা মনিরুল হক ডাবলুর পুলিশ পদক বাতিল করা হয়েছে। পুলিশের পদক বাছাই কমিটির সুপারিশ ও পুলিশ সদর দপ্তরের সিদ্ধান্তের প্রেক্ষিতে তাকে ৩৮ নং ক্রমিকে পুলিশ পদক দেয়া হয়েছিল। এ নিয়ে দৈনিক বাংলাবাজার পত্রিকার সহ গণমাধ্যমে সংবাদ ও পুলিশ সদস্যদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সেটি বাতিল করেছে। 

মনিরুল হক ডাবলুর পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় র‍্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আজাদকে মনোনীত করেছে। রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ব্যক্তিগত সুবিধা নেয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াখালিন ছাত্রলীগ ও ছাত্রদলের একনিষ্ঠ কর্মীর সনদ  নিয়ে পুলিশ পরিদর্শক মনিরুল হক ডাব্লু আলোচনায় আসেন। মঙ্গলবার পুলিশ সপ্তাহ উপলক্ষে ৬২ জন কর্মকর্তাকে তাদের এক বছরের অবদানের জন্য পদকে ভূষিত করা হয়।

আরও পড়ুন: নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেবো: ধর্ম উপদেষ্টা

খোঁজ নিয়ে জানা যায়, পরিদর্শক মনিরুল হক ডাবলু কয়েক ঘণ্টার জন্য আশুলিয়া থানার অফিসার্স ইনচার্জের দায়িত্ব পালন করেন।  তীব্র সমালোচনার মুখে তাকে প্রত্যাহার করা হয়। কিছুদিন পরেই ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান আবারও তাকে কেরানীগঞ্জ মডেল থানায় ওসি হিসাবে পদায়ন করেন গত সপ্তাহে। এ নিয়েও চলছে তীব্র সমালোচনা। শোনা যাচ্ছে এই নিয়োগ নিয়ে নানা গুঞ্জন।

আরও পড়ুন: বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব