রাজধানীতে নামল স্বস্তির বৃষ্টি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ন, ১৪ মে ২০২৫ | আপডেট: ৪:৪৫ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দিনভর গরমে অতিষ্ঠ ছিলো রাজধানীবাসী। কোথাও ছিলো না স্বস্তি। বৃষ্টির জন্য হাপিত্যেশ করছে মানুষ। এর মধ্যে রাজধানীর ভাটারা, উত্তরাসহ কয়েক স্থানে নেমেছে স্বস্তির বৃষ্টি, সঙ্গে বইছে শীতল বাতাস।

বুধবার (১৪ মে) দুপুর ২টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া যায়।

আরও পড়ুন: বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন

এদিন দুপুর থেকে রাজধানীর কিছু এলাকায় বাতাস বইতে শুরু করে। বাতাস বেশ ঠান্ডা হওয়ায় তখন থেকেই মিলছিল স্বস্তি। দুইটার দিকে আকাশ গুড়গুড় করতে শুরু করে এবং বিজলি চমকানো শুরু হয়। কিছুক্ষণ পরে বৃষ্টি নামতে শুরু করে। এতে জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে।