সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীদের সাথে আলোচনায় বসছেন ভূমি সচিব
সচিবালয় আন্দোলনরত কর্মচারীদের সাথে আলোচনায় বসেছেন ভূমি সচিবসহ একাধিক সচিব। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করছেন। আলোচনায় কর্মকর্তা কর্মচারী নেতৃবৃন্দ সরকারি চাকরি বিধিমালা সংশোধন আইন বাতিল হলেই কর্মসূচি প্রত্যাহার করা হবে বলে জানান।
পরিষদের সভাপতি মো. বাদিউল কবির বলেন, কর্মচারীদের দাবি নিয়ে সরকার পর্যায়ের একটি কমিটি গঠন করা হবে। ভূমি সচিবের সঙ্গে বৈঠক শেষে জানা যাবে কমিটিতে কারা থাকবেন।
আরও পড়ুন: বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের
এদিকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ আন্দোলনরত কর্মচারী নেতাদের মঙ্গলবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে বৈঠক ডাকে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা দিকে সচিবালয়ে সবগুলো সংগঠনের ঐক্যবদ্ধ বিক্ষোভ শুরু হয়। অধ্যাদেশ বাতিলের দাবিতে তারা নানা স্লোগান দিয়েছেন। কর্মচারীদের আন্দোলন ঘিরে সচিবালয়ের ভেতরে বিজিবি মোতায়ন ছিল।
আরও পড়ুন: ক্যাম্পের সব সেনাসদস্যকে প্রত্যাহার: আইএসপিআর
বন্ধ ছিল দর্শনার্থীদের প্রবেশ। সাংবাদিকদের প্রবেশের বিষয়ে কোন নিষেধাজ্ঞা না থাকলেও দুপুর ১টা পর্যন্ত সাংবাদিকরাও সচিবালয়ে প্রবেশ করতে পারেননি।





