চক্ষু হাসপাতালের পরিচালক অবরুদ্ধ

আহত জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের হাতাহাতি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ন, ২৮ মে ২০২৫ | আপডেট: ৩:৫১ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর হাতাহাতির ঘটনা ঘটেছে।

বুধবার (২৮ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেবো: ধর্ম উপদেষ্টা

এর আগে, হাসপাতালে কর্মবিরতি পালনরত নার্স ও কর্মচারীদের ওপর রড ও লাঠিসোঁটা নিয়ে একদল দুর্বৃত্তের হামলার অভিযোগ ওঠে। এরপর থেকে হাসপাতালটিতে চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে সীমিত পরিসরে শুধু জরুরি বিভাগের সেবা দেওয়া হয়। তবে হামলার ঘটনার পর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সেনাবাহিনী, পুলিশ ও কোস্টগার্ড নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (২৭ মে) জুলাই আন্দোলনে আহতরা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. খায়ের আহমেদ চৌধুরীকে তার নিজ রুমে অবরুদ্ধ করেন। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বুধবার সকাল থেকে কর্মবিরতিতে নামেন হাসপাতালের নার্স ও কর্মচারীরা। 

আরও পড়ুন: বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব

তবে দুপুর ১২টার দিকে কর্মবিরতি পালনরত নার্স ও কর্মচারীদের ওপর লাঠি ও রড নিয়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত। পরবর্তীতে দুপুরের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে জুলাই আন্দোলনে আহতদের হাতাহাতির ঘটনা ঘটে।

এদিকে কর্মবিরতি পালনের বিষয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. খায়ের আহমেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, জুলাই যোদ্ধারা আমাকে কাল কার্যালয়ে অবরুদ্ধ করে। ওই সময় একাধিক ব্যক্তি গায়ে কেরোসিন ও পেট্রোল ঢেলে আত্মহত্যার হুমকি দেন। পরে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ জন্য চিকিৎসক ও নার্সরা জীবনের নিরাপত্তা চেয়ে কর্মবিরতি পালন করছেন।