বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া
বড় পর্দা, পুরস্কার ও সামাজিক বার্তা সবক্ষেত্রে অনায়াসে কথা বলেন জয়া আহসান। কিন্তু নিজের প্রেমের গল্প দীর্ঘদিন আড়ালে রেখেছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। অবশেষে সেই নীরবতা ভেঙে বহু বছরের সম্পর্কের কথা নিজেই প্রকাশ করলেন তিনি।
বর্তমানে পশ্চিমবঙ্গে অবস্থানরত জয়ার হাতে ব্যস্ত সময় কাটছে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি ছবি—‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। ছবির প্রচারণায় কলকাতায় অবস্থানরত জয়া ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে অকপটে বলেন, “হ্যাঁ, আমার জীবনে একজন আছেন। আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি। তবে উনি মিডিয়া জগতের কেউ নন।”
আরও পড়ুন: গোল্ডেন গ্লোবের মঞ্চে রের্কড করলেন কিশোর অভিনেতা
প্রেম ও সঙ্গী সম্পর্কে জয়া বলেন, “আমার কাছে পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজীবন সেই বন্ধুত্ব ধরে রাখাই আসল ব্যাপার। আমি অনেক ভ্রমণ করি, দীর্ঘ সময় শুটিংয়ে থাকি, তবু তিনি কখনো অভিযোগ করেন না, বরং সবসময় সমর্থন দেন—এই মানসিকতা বিরল।
বিয়ে প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, এখনই কোনো ইচ্ছা বা পরিকল্পনা নেই। বিয়ে নিয়ে আমার মধ্যে কিছুটা ভয় আছে, হয়তো আগের অভিজ্ঞতার কারণে, বলেন জয়া।
আরও পড়ুন: ভাঙল তাহসান-রোজার সংসার, যা বললেন তাহসান
জয়ার মতে, তাদের সম্পর্কের অন্যতম শক্তি হলো গোপনীয়তা। দুজনেই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। শান্ত স্বভাব, ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেওয়া—এসব মিলেই তাদের সম্পর্ককে দৃঢ় করেছে।





