গ্যাস সংকটের মধ্যে আবার দুর্ঘটনা, চাপ আরও কমেছে
গত দুই সপ্তাহ ধরে রাজধানীতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও পাইপলাইনের গ্যাস সরবরাহে তীব্র সংকট চলছে। এর মধ্যে আমিনবাজারে পাইপলাইন ছিদ্রের ঘটনায় এক সপ্তাহ ধরে ঢাকাবাসী কম চাপে গ্যাস পাচ্ছেন। শুক্রবার (৯ জানুয়ারি) কিছু কিছু এলাকায় গ্যাসের চাপ সামান্য বাড়লেও পুরোপুরি স্বাভাবিক হয়নি।
এর মধ্যেই শনিবার (১০ জানুয়ারি) রাজধানীতে নতুন করে গ্যাস সরবরাহে বিপত্তি দেখা দিয়েছে। এতে গ্যাসের চাপ আরও কমে গেছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড শনিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৭ হাজার টাকা
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর রোডে গণভবনের সামনে চার ইঞ্চি ব্যাসের একটি গ্যাস ভাল্ভ ফেটে ছিদ্র তৈরি হয়েছে। সৃষ্ট লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভাল্ভ বন্ধ রাখতে হয়েছে। এর ফলে বিতরণ লাইনে গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
তিতাস জানায়, চাপ সীমিত করার কারণে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের এলাকায় মারাত্মক গ্যাস স্বল্পচাপ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত ভাল্ভটি পরিবর্তনের কাজ চলছে বলেও জানিয়েছে সংস্থাটি। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
আরও পড়ুন: দেশের বাজারে কমলো সোনার দাম
এদিকে, তিতাস জানিয়েছে যে আমিনবাজার এলাকায় পাইপলাইনের ছিদ্র মেরামত করা হলেও পাইপলাইনের ভেতরে ঢুকে পড়া পানি এখনও পুরোপুরি পরিষ্কার করা যায়নি। এতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। এর মধ্যেই নতুন এই দুর্ঘটনায় রাজধানীতে গ্যাস সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।
টানা গ্যাস সংকটে রান্নাবান্না ও দৈনন্দিন কাজে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে—সে বিষয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।





