ভাঙল তাহসান-রোজার সংসার, যা বললেন তাহসান

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ন, ১১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:২০ অপরাহ্ন, ১১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পীঅভিনেতা তাহসান খান-এর দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ-এর সঙ্গে বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই এই বিচ্ছেদের ঘটনা ঘটেছে। বিষয়টি তাহসান নিজেই নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বলিউড নিয়ে ক্ষোভ ইমরান হাশমির

চমকপ্রদ তথ্য হলো, ভক্তরা যখন দেখছিলেন তাহসান গান প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি কমিয়ে দিয়েছেন, তারও আগে থেকেই তিনি স্ত্রীর থেকে আলাদা ছিলেন।

আরও পড়ুন: মাঝ আকাশে বিপত্তি, যেভাবে সপরিবারে রক্ষা পেলেন শুভশ্রী

তাহসান জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া ট্যুরে যাওয়ার আগেই তারা আলাদা থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। সে সময় থেকেই তিনি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম এবং নতুন গান থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নেন।

তাহসানের ভাষায়, সেই ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। ওই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে অনেকটাই দূরে আছি।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান। রোজা পেশায় একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট। বিয়ের পর শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়।

তাহসান আরও জানান, তারা মূলত গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই আলাদা থাকছেন।

সম্প্রতি তাদের প্রথম বিবাহবার্ষিকীতে দুজনকে একসঙ্গে না দেখায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ প্রসঙ্গে তাহসান বলেন, অ্যানিভার্সারি উদ্‌যাপন নিয়ে যে খবরগুলো প্রকাশ হয়েছে, সেগুলো সত্য নয়।

ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনাগ্রহী এই তারকা জানান, পরিস্থিতির কারণেই তাকে বিষয়টি স্পষ্ট করতে হয়েছে। আপাতত তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে চান না।