উপদেষ্টার নির্দেশনা ছাড়া পিএস'রা দুর্নীতি করে নাই - আমিনুল হক

Sanchoy Biswas
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ন, ০২ জুন ২০২৫ | আপডেট: ৯:৩৬ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার নির্দেশনা ছাড়া পিএস'রা দুর্নীতি করে নাই" বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক আমিনুল হক। পাশাপাশি তিনি অভিযোগ করেন, উপদেষ্টাদের উপেক্ষা করে তাদের পিএস'রা একাই দুর্নীত করতে পারে না। উপদেষ্টার আজ্ঞাবহ ব্যক্তিরাই পিএস হয়ে থাকে।

সোমবার দুপুরে পল্লবী মিরপুর ও বনানীর বেশ কয়েকটি স্থানে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ( বীর উত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আরও পড়ুন: নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেবো: ধর্ম উপদেষ্টা

এসময় আমিনুল হক বলেন, পতিত স্বৈরাচার সরকার যেভাবে দুর্নীতি এবং লুটপাট করে আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করে পালিয়ে গেছে। অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাসহ তাদের পিএস বা তাদের আত্মীয় স্বজন'রা যারা ক্ষমতার মোহে পরে বাংলাদেশের মানুষের টাকা দুর্নীতির মাধ্যমে হরণ করছে - তাদেরও বিচার হবে বাংলার মাটিতে। কারণ বাংলাদেশের মানুষ কোনো দুর্নীতিবাজকে কখনোই ক্ষমা করবে না। কোনো অন্যায়কারীকে ক্ষমা করবে না। 

দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন" অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আগামী ডিসেম্বরের ভিতরেই একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য  রোড ম্যাপ ঘোষণা করুন। কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৫ বছর ধরে অপেক্ষা করছে, তারা ভোট দিতে চায়। তারা তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চায়। 

আরও পড়ুন: বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব

"সংস্কারের কথা বলে আর কালক্ষেপণ করবেন না" বলে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, মানুষ তার নাগরিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকারই দেশকে পরিপূর্ণ সংস্কার করতে পারবে। 

দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহবান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ যা করেছে আমরা তা করবো না। আওয়ামী লীগ দুর্নীতি করেছে বলেই তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। আমরা জনগণের কাছে যাবো, তাদেরকে সাথে নিয়েই কাজ করবো।  

আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। 

বনানীর কড়াই বস্তিতে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি নেতা কামাল জামান মোল্লা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য শামীম পারভেজ, রেজাউর রহমান ফাহিম, ফারুক হুসাইন ভূইয়া, আবুল হোসেন আব্দুল, সাজ্জাদ হোসেন, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল। এছাড়াও পল্লবী থানা বিএনপি যুগ্ম আহবায়ক আশরাফ গাজী, ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু, মিরপুর থানা বিএনপি আহবায়ক হাজী আব্দুল মতিন সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দুলু, তুরাগ থানা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আব্দুল আলী, মিরপুর থানা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক রাসেল আহমেদ প্রধান, ১১ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শাকিল আহমেদ স্বপন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর বিকেলে পল্লবীর ৫ নং ওয়ার্ডে মোহাম্মদী মার্কেটের বিভিন্ন দোকানপাটে গিয়ে সাধারণ মানুষের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ করেন আমিনুল হক।