টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ক্রেস্ট ও ১০ হাজার টাকা সম্মানী পেল ২০৫ জন

Sanchoy Biswas
শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৫ | আপডেট: ১১:১১ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলের সখিপুরে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বেলা ১১টায় সখিপুর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে লাবিব গ্রুপের পক্ষ থেকে ২০৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও ১০ হাজার টাকা করে সম্মানী প্রদান করা হয়। এছাড়াও শিক্ষক প্রতিনিধিদের দেওয়া হয় উপহার প্যাকেট।

আরও পড়ুন: আশুলিয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা, স্বামী গ্রেফতার

সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল।

অনুষ্ঠানে সখিপুর উপজেলার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। আয়োজকরা জানান, সখিপুর ও বাসাইল উপজেলার কল্যাণে সবসময় পাশে থাকার অঙ্গীকার নিয়ে তারা এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতেই এই আয়োজন।

আরও পড়ুন: ‎না ফেরার দেশে বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার