সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার গ্রেফতার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ন, ২০ জুন ২০২৫ | আপডেট: ৮:১৮ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারকে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বেইলি রোডের পুলিশ অফিসার্স মোস থেকে আটক করে ডিএমপির একটি টিম। এরপর তাকে ডিবি হেফাজতে নেয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে ডিবির দুই কর্মকর্তা বলেন, সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সংঘটিত হত্যার ঘটনায় রাজধানীর গুলশান, মিরপুর মডেল ও যাত্রাবাড়ি থানায় দায়েরকৃত হত্যা মামলা রয়েছে। তাকে বেইলি রোডের পুলিশ অফিসার্স মেস থেকে আটক করে নিয়ে আসা হয়েছে। এখন তিনি মিন্টু রোডস্থ ডিবি হেফাজতে রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: দুর্নীতির অভিযোগে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে দুদকের তলব, তদন্ত জোরদারের দাবি

উল্লেখ্য, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনারের দায়িত্ব পালন করেন ইকবাল বাহার। গত ২৬ এপ্রিল তাকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (টিঅ্যান্ডআইএম) হিসেবে পদায়ন করা হয়। ২০১৬ সালের ১০ এপ্রিল তাকে সিএমপির কমিশনার করা হয়। আওয়ামী লীগ সরকারের সময় প্রভাববিস্তার, বিরোধী দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার ও নির্যাতনসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।