নগর ভবনে ইশরাক সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ২

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ন, ২৪ জুন ২০২৫ | আপডেট: ২:৫৫ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা এবার সংঘর্ষে জড়ালেন।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ইশরাক হোসেনের সমর্থকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে

সংঘর্ষে আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। 

আহতরা হলেন মনির হোসেন (৪৫) ও মহিদুল ইসলাম (৩৫)। মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টা নাগাদ তাদের আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুরের দিকে আহত অবস্থায় ওই দুই যুবককে জরুরি বিভাগ নিয়ে আসা হয়। তাদের হাসপাতালে নিয়ে আসা একজনের কাছে জানতে পারি, ইশরাক হোসেনের দুই গ্রুপের সংঘর্ষে তারা আহত হয়েছেন। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।’

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসিসি) চলমান পরিস্থিতি, সেবা কার্যক্রম এবং ঢাকাবাসীর আন্দোলন নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।