‘রাতের ভোটের দায়’ স্বীকার করলো সাবেক সিইসি নুরুল হুদা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৫ | আপডেট: ১১:০০ পূর্বাহ্ন, ০২ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনী অনিয়মের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার সাবেক সিইসি, কে এম নুরুল হুদা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) দুই দফা প্রত্যেকটি ৪ দিনের মোট ৮ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। আবেদনপত্রে বলা হয়, তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বেচ্ছায় ঘোষণা দিয়েছেন। ঢাকার অতিরিক্ত সিএম ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তার দাবিতে কথা রেকর্ড করেন और পরবর্তীতে তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টাসহ দেশবিদেশের যারা ছিলেন

বিএনপি গত ২২ জুন শেরেবাংলা নগর থানায় মামলা করে অভিযোগ করে, আওয়ামী লীগ আমলে তিনটি জাতীয় নির্বাচন অনিয়ম-হস্তক্ষেপ, অপহরণ ও নির্যাতন দ্বারা “প্রহসন” নির্বাচনের পথ তৈরি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনজন প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

নুরুল হুদাকে উত্তরার বাসা থেকে পুলিশ ও বিক্ষুব্ধ জনতা আটক ও হেনস্তা করার অভিযোগ ওঠে; আটককালে তার সঙ্গে অমানবিক আচরণ এবং লাইভ প্রচার হয়। পরে তিনি চার দিনের রিমান্ডে নেয়া হয়।

আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় যোগ দিচ্ছেন ৩২ দেশের কূটনীতিক

২৫ জুন মামলায় আরও যোগ হয় রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ। মামলায় উল্লেখ করা হয়, গায়ের বাই মামলার মাধ্যমে, হত্যার ভয় দেখিয়ে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত এবং সরকারের ক্ষমতা ব্যবহার করে ভোটে অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে, যা সংবিধান লঙ্ঘন এবং নির্বাচনী আচরণবিধির প্রতিও ফৌজদারি অপরাধ হওয়া দাবি করা হয়।