গুলিবিদ্ধ ইমরানের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৫ | আপডেট: ১:২৬ পূর্বাহ্ন, ১৭ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলতি বছরের চব্বিশের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত নরসিংদীর বেলাবো উপজেলার মো. ইমরান হোসেনের চিকিৎসা ও অপারেশনের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে তারেক রহমানের নির্দেশনায় একটি প্রতিনিধি দল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ইমরান হোসেনের খোঁজখবর নিতে যান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাবেক যুগ্ম মহাসচিব ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহ এবং সঙ্গে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

আরও পড়ুন: ৮৪ দফা ও ৮ অঙ্গীকার নিয়ে রাজনৈতিক দলগুলোর হাতে জাতীয় জুলাই সনদের খসড়া

তারা গুলিবিদ্ধ ইমরান হোসেনের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তার চিকিৎসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন— জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, শেকৃবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কৃষিবিদ নাহিয়ান হোসেন কৃষিবিদ মহতির অন্তর, মিসবাউল আলম, শোয়াইব হোসেন, মোরসালিন অনিক, সালমান রকিব, মারুফ আহমেদ, আল মোন্তাকিম নোমান, তাকরিম তাসওয়ার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের ডা. ফিরোজ আহমেদ, ডা. নাফিস বিন শামিম, ডা. নাফিস মাহমুদ, ডা. আজহারুল ইসলাম।

আরও পড়ুন: চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে ৩টি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে

প্রতিনিধি দল চিকিৎসা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ইমরানের দ্রুত ও মানসম্পন্ন চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে পদক্ষেপ নেয়।