উত্তরায় বিমান দুর্ঘটনায় ৬টি অজ্ঞাত মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ছয়জনের মরদেহ এখনও অজ্ঞাত রয়ে গেছে। তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
সিআইডির সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) রাত পর্যন্ত একটি মরদেহের জন্য বাবা-মায়ের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ছয়টি মরদেহ ও পাঁচটি দেহাবশেষের ময়নাতদন্ত ও প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা
ময়নাতদন্ত করেছেন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সুব্রত হাওলাদার এবং ডিএনএ নমুনা সংগ্রহ করেন সিআইডির ফরেনসিক বিভাগের ডিআইজি জামশেদ আলী।
সিআইডি বলছে,"যাদের সন্তান বা স্বজন নিখোঁজ, অথচ আমাদের প্রদত্ত নিহত তালিকায় তাদের নাম নেই, তাদের অনুরোধ করা হচ্ছে মালিবাগ সিআইডি ভবনে এসে যোগাযোগ করুন এবং ডিএনএ নমুনা দেওয়ার মাধ্যমে শনাক্তকরণ প্রক্রিয়ায় অংশ নিন।"
আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা
প্রসঙ্গত, ২১ জুলাই সোমবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে এবং ৬৮ জন চিকিৎসাধীন আছেন। অপরদিকে আইএসপিআর-এর তথ্য অনুযায়ী, ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছেন।
নিহতদের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ রাখা হয়েছে। আহতদের কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।