গুলিস্তানে ছাত্রলীগের দুই সদস্য ককটেলসহ গ্রেফতার

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই সদস্যকে দুটি অবিস্ফোরিত ককটেলসহ গ্রেফতার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ মেহেদী হাসান ফাহিম (৩০) ও মোঃ আরিফুর রহমান রাজা (৩০)।
পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২২ জুলাই ২০২৫খ্রি.) রাত আনুমানিক ৯:৩৫ ঘটিকায় গুলিস্তান এলাকায় পল্টন মডেল থানার একটি টিম ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। এ সময় বিস্ফোরণ ঘটানোর প্রাক্কালে হাতেনাতে দুটি অবিস্ফোরিত ককটেলসহ মেহেদী এবং আরিফুরকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: বিচারিক হত্যার শিকার হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী: হুম্মাম কাদের
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা ছাত্রলীগের সিনিয়র নেতাদের নির্দেশে গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের ৫/৬ ধারায় পল্টন মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।