বইমেলায় ফ্যাসিবাদের দালালদের অংশগ্রহণ, ক্ষুব্ধ বৈষম্যবিরোধী প্রকাশকরা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৫ | আপডেট: ৩:২৫ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলা একাডেমির আয়োজনে চলমান "জুলাই গণঅভ্যুত্থান বইমেলা"য় কিছু বিতর্কিত প্রকাশনীর অংশগ্রহণ নিয়ে বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "গণতন্ত্রবিরোধী ও ফ্যাসিবাদপুষ্ট অতীত রয়েছে এমন কিছু প্রকাশনীকে এই মেলায় স্টল বরাদ্দ দেওয়া শহীদদের আত্মত্যাগ ও গণচেতনার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।"

বিবৃতিতে বলা হয়, “এই বইমেলা শহীদদের রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে। এখানে অংশগ্রহণের অধিকার শুধুমাত্র তাদেরই রয়েছে, যারা গণতন্ত্র, মুক্তচিন্তা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে লড়েছেন এবং এখনো লড়ছেন।”

আরও পড়ুন: খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

সংগঠনের সভাপতি সাঈদ বারী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান স্বাক্ষরিত বিবৃতিতে আরো বলা হয়, “স্বাধীনতার বইমেলায় যেমন রাজাকারদের জায়গা হতে পারে না, তেমনি গণঅভ্যুত্থানের বইমেলাতেও পরাজিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের দালালদের কোনো স্থান হতে পারে না।"

বাংলা একাডেমির প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, বিতর্কিত ও চিহ্নিত ওই প্রকাশকদের স্টল বরাদ্দ অবিলম্বে বাতিল করতে হবে। গণমানুষের মেলা যেন কোনোভাবেই দালাল ও বিপথগামীদের আশ্রয়স্থলে পরিণত না হয়, এমন দাবিও জানানো হয়।

আরও পড়ুন: নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ নেই: ড. ইউনূস

বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির নেতারা বলেন, “আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। গণতন্ত্র, প্রগতি ও মুক্তচিন্তার পক্ষে আমরা আজও অটল।”