আজই শেষ হচ্ছে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা, চূড়ান্ত খসড়া যাবে দলগুলোর কাছে
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, আজকের (৩১ জুলাই) মধ্যেই অমীমাংসিত বিষয়গুলোর নিষ্পত্তির মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের আলোচনা সম্পন্ন হবে। এরপর রাষ্ট্র সংস্কার সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে, এবং দলগুলোর মতামতের ভিত্তিতেই তা চূড়ান্ত রূপ পাবে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক আলী রীয়াজ।
ড. আলী রীয়াজ বলেন, "রাষ্ট্র সংস্কার নিয়ে গঠিত ছয়টি কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রাথমিক পর্যায়ে বেশ কয়েকটি বিষয়ের ওপর ঐকমত্য হয়েছে। ১৩টি বিষয়ে নোট অব ডিসেন্টসহ আলোচনা হয়েছে। বাকি বিষয়গুলো আজই নিষ্পত্তি হবে বলে আশা করছি।"
আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে
সূত্রে জানা গেছে, রাজনৈতিক দলগুলোর কাছে ইতোমধ্যে জুলাই সনদের পটভূমি খসড়া হস্তান্তর করা হয়েছে। দলগুলোর পক্ষ থেকে আসা সংশোধনের ভিত্তিতে কমিশন চূড়ান্ত খসড়া তৈরি করবে। এরপর দলগুলোর স্বাক্ষরের জন্য পাঠানো হবে এবং বাস্তবায়নের রূপরেখা নির্ধারণে আলোচনায় বসবে দলগুলো।
আজকের আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচন, ক্ষমতা ও দায়িত্বসহ সাতটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় রয়েছে। আলোচনার মধ্য দিয়ে রাষ্ট্রপতির কর্তৃত্ব বৃদ্ধি, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া, এবং সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির বিষয়েও ঐকমত্য গড়ে উঠছে।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি
গতকাল (৩০ জুলাই) অনুষ্ঠিত সংলাপে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির বিষয়ে ঐকমত্য গঠিত হয়েছে বলে কমিশন জানিয়েছে। তবে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হলেও এখনও তা চূড়ান্ত হয়নি। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, আজকের মধ্যেই আলোচনার দ্বিতীয় ধাপ শেষ করে চূড়ান্ত খসড়া তৈরি করার পরিকল্পনা রয়েছে।





