নির্বাচনের আগে লটারির মাধ্যমে এসপি-ওসিদের বদলি: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের সব জেলার পুলিশ সুপার (এসপি) এবং অফিসার-ইন-চার্জদের (ওসি) লটারির মাধ্যমে বদলি করা হবে। বুধবার (৬ আগস্ট) এক বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মপরিকল্পনা নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি নির্বাচনের প্রস্তুতির কথা বলেছেন। তারই ধারাবাহিকতায় আমরা আজ আলোচনা করেছি। নির্বাচনে যে ধরনের লজিস্টিক সাপোর্টের প্রয়োজন হবে, সে বিষয়েও আলোচনা হয়েছে।"
আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেকোনো জাতীয় সংসদ নির্বাচনে ডিসি, এসপি, ইউএনও এবং ওসিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি জানান, প্রায়ই দেখা যায় প্রার্থীরা তাঁদের পছন্দের ডিসি, এসপি বা ওসিকে নিজেদের আসনে পেতে চান। এই পরিস্থিতি এড়াতে এবার একটি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, "আমরা গণমাধ্যমকে ডেকে সবার সামনে লটারি করব। লটারির মাধ্যমেই নির্বাচনের আগে বিশেষভাবে এসপি ও ওসিদের পদায়ন করা হবে। বর্তমানে কর্মকর্তারা যেখানেই থাকুক না কেন, নির্বাচনের আগে তাদের লটারির মাধ্যমে বদলি করা হবে।"
ব্রিফিংয়ের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দুর্নীতির তদন্তে সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নরদের ব্যাংক হিসাব তলব