প্রধান উপদেষ্টার নির্দেশ: ভালো নির্বাচন সম্পন্ন করাই সরকারের প্রধান কাজ

অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে এবং এখন তাদের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা। প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই নির্দেশ দিয়েছেন।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা বলেছেন যে গত ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। এখন দ্বিতীয় অধ্যায়ের শুরু হয়েছে এবং সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা।
আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর
প্রেস সচিব আরও বলেন, প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের উদ্দেশে বলেন, 'নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান দায়িত্ব।'
এ ছাড়া, উপদেষ্টা পরিষদের বৈঠকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের বাঁচাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা শিক্ষক মেহেরিন চৌধুরীকে নিয়ে একটি অ্যাওয়ার্ড চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে তার নামে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হবে।
আরও পড়ুন: দুর্নীতির তদন্তে সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নরদের ব্যাংক হিসাব তলব
সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে এই নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরাও এতে অংশ নেন। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রস্তাবিত বেশ কয়েকটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করা হয়।