আগামীর বাংলাদেশ গড়তে নারীরাই হবে মূল শক্তি: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:৪৭ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামীর বাংলাদেশ গঠনে নারীরাই হবে মূল শক্তি। তিনি নারীদের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, যোগ্যতা, দায়বদ্ধতা এবং আন্তরিকতার দিক থেকে নারীরা এগিয়ে আছে।

আজ বিকালে ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে 'জুলাই কন্যা ফাউন্ডেশন' আয়োজিত "জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: সেনানিবাসের বাড়ি সাবজেল ঘোষণা প্রসঙ্গে ঢিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

ফরিদা আখতার বলেন, "নীতি-নির্ধারণী পর্যায় থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি কীভাবে জুলাই কন্যাদের সামনে নিয়ে আসা যায়।" তিনি দুঃখ প্রকাশ করে বলেন, জাতীয় পর্যায়ের বড় অনুষ্ঠানগুলোতে এখনো নারীদের যথাযথ সম্মান দেওয়া হয় না। তিনি আরও বলেন, "আমরা এখনো দেখি শহীদদের মায়েরা জাতীয় সঙ্গীত শুনতে শুনতে অশ্রুসিক্ত হন।" জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারী যোদ্ধাদের সংখ্যা কম হলেও তাদের অবদান অবিস্মরণীয় এবং প্রতিটি আন্দোলনের পেছনে মায়েদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে তিনি উল্লেখ করেন।


আরও পড়ুন: সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর

উপদেষ্টা আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত নারীরা সামনের সারিতে ছিল। তবে স্বাধীনতার পর বা আন্দোলন শেষে নারীদের প্রান্তিক পর্যায়ে সীমাবদ্ধ করে রাখার যে প্রবণতা দেখা গেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, দেশের মোট জনসংখ্যার ৫১ শতাংশ নারীকে আর পেছনে রাখা যাবে না। "অধিকার কেউ দিয়ে যায় না, তা আদায় করে নিতে হয়," বলে তিনি মন্তব্য করেন। জুলাই কন্যা ফাউন্ডেশনের মূল কাজ হওয়া উচিত, যেখানেই থাকুক, নারীদের অগ্রযাত্রা নিশ্চিত করা।


জুলাই কন্যা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জান্নাতুল নাঈম প্রমীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শহীদ আবরার ফাহাদের মা, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান টুম্পা, শহীদ নাইমা সুলতানার মা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা আইমান।

অনুষ্ঠানে ১০০ জন নির্বাচিত নারীর হাতে আনুষ্ঠানিকভাবে "জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫" সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তাদের জীবন ও কর্মভিত্তিক সাফল্যের গল্প তুলে ধরা হয়, যাতে অন্য নারীরা অনুপ্রাণিত হতে পারেন।