খালেদা জিয়ার হার্ট ও চেস্ট ইনফেকশনে চিকিৎসা চলছে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:৫৯ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হার্ট ও চেস্ট (ফুসফুস) সংক্রান্ত সংক্রমণ ধরা পড়ায় মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী সাংবাদিকদের জানান, "গত কয়েক মাস ধরে খালেদা জিয়া ঘন ঘন অসুস্থ হচ্ছিলেন। চেস্টে সংক্রমণের সঙ্গে তার হার্টের সমস্যা ও একাধিক শারীরিক জটিলতার কারণে তাকে দ্রুত হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তিনি ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে আছেন।"

আরও পড়ুন: অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

তিনি আরও জানান, "হাসপাতালে আনার পর প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছে এবং প্রাথমিকভাবে এন্টিবায়োটিক এবং জরুরি চিকিৎসা শুরু করা হয়েছে। আগামী ১২ ঘন্টার মধ্যে তার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে।"

খালেদা জিয়ার চিকিৎসা এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে হচ্ছে। মেডিকেল বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন অধ্যাপক ডা. জাফর ইকবাল, ডা. জিয়াউল হক, ডা. মামুন আহমেদ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, এবং যুক্তরাষ্ট্র ও লন্ডন থেকে ভার্চুয়ালি বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: পরপর তিন দফা ভূমিকম্পে আবারো কেঁপে উঠলো ঢাকা

অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, "ম্যাডামের চিকিৎসা যথাযথভাবে শুরু হয়েছে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন তিনি।"

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি এবং ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন।