তারেক রহমানের সাথে ১২ দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতৃবৃন্দের বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির শীর্ষ নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান।
আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর
প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তর আলোচনা হয়।
বৈঠকে ১২ দলীয় জোটের সমন্বয়ক মোস্তফা জামাল হায়দার, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ এবং লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান নিজ নিজ জোট ও দলের পক্ষ থেকে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: দুর্নীতির তদন্তে সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নরদের ব্যাংক হিসাব তলব
এছাড়া দুই জোটের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বিকল্পধারা বাংলাদেশের অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এমএ রকিব, জাগপার খন্দকার লুৎফুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি গোলাম মহিউদ্দিন ইকরামসহ বিভিন্ন শরিক দলের শীর্ষ নেতারা।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
উল্লেখ্য, গত ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে ১২ দল নিয়ে গঠিত ‘১২ দলীয় জোট’ এবং ১১ দল নিয়ে গঠিত ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ সক্রিয়ভাবে অংশ নিয়েছিল।
১২ দলীয় জোটের শরিকরা-জাতীয় পার্টি (কাজী জাফর), এলডিপির একাংশ, বাংলাদেশ জাতীয় দল, জমিয়তে উলামায়ে ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশ, লেবার পার্টির একাংশ, কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, ইসলামিক পার্টি, নয়া গণতান্ত্রিক পার্টি, প্রগতিশীল জাতীয়তাবাদী দল।
জাতীয়তাবাদী সমমনা জোটের শরিকরা-ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জাগপার একাংশ, ডেমোক্রেটিক লীগ (ডিএল), বাংলাদেশ ন্যাপ, বিকল্প ধারা, সাম্যবাদী দল, গণদল, ন্যাপ-ভাসানী, ইসলামী ঐক্যজোট, পিপলস লীগ ও বাংলাদেশ সংখ্যালঘু জনতা পার্টি।
বৈঠকে নেতারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, সরকারবিরোধী আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা ও পারস্পরিক ঐক্য আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করেন বলে জানা গেছে।