শিক্ষা, সমাজকল্যাণ ও পানিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ৮:২১ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শিক্ষা, সমাজকল্যাণ ও পানিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন রেহানা পারভীন। এর আগে তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। উল্লেখ্য, শিক্ষামন্ত্রণালয়ের এই বিভাগে সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে অব্যাহতি দেওয়ার পর তিন সপ্তাহেরও বেশি সময় ধরে একজন অতিরিক্ত সচিব রুটিন দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন: আন্দোলনে অংশ নেওয়ায় এনবিআরের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত

এর আগে গত ২২ জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ওই ঘটনার প্রেক্ষিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার পূর্ব নির্ধারিত সময়সূচিতে হঠাৎ পরিবর্তন এনে তা স্থগিত করে সরকার। রাত পৌনে তিনটায় পরীক্ষার স্থগিতাদেশ দেওয়াকে কেন্দ্র করে ‘অপেশাদারিত্বের’ অভিযোগ তুলে শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ও বাইরে বিক্ষোভ করে। একপর্যায়ে সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

অন্যদিকে, ১৪ আগস্ট কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব খ. ম. কবিরুল ইসলাম অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেলে পদটি শূন্য হয়ে পড়ে। এখনো সেখানে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

আরও পড়ুন: মৎস্য সম্পদ বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের

এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের অবসরের পর ওই পদে নতুন সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন। তিনি বদলির মাধ্যমে নতুন এই দায়িত্ব পেয়েছেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদেও পরিবর্তন এসেছে। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউছুফকে পদোন্নতি দিয়ে ওই মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ১০ আগস্ট সচিব মো. মহিউদ্দিন পিআরএলে গেলে পদটি শূন্য হয়।

এদিকে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সচিব পদে দীর্ঘদিন ধরে সংকট চলছিল। প্রায় সাত মাস ধরে নিয়মিত সচিব না থাকায় ৩ আগস্ট পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব এস এম শাকিল আখতারকে পদোন্নতি দিয়ে ওই মন্ত্রণালয়ের সচিব করা হয়। তবে রোববার (১৭ আগস্ট) পর্যন্ত তিনি দায়িত্ব গ্রহণ করেননি। বর্তমানে অতিরিক্ত সচিব মো. তোফাজ্জেল হোসেন রুটিন দায়িত্ব পালন করছেন।