যেকোনো ক্যাডারের কর্মকর্তাকে রাজস্ব নীতি বিভাগের সচিব নিয়োগের সুযোগ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:২২ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে গঠিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা—এই দুটি পৃথক বিভাগের মধ্যে রাজস্ব নীতি বিভাগের সচিব পদে যেকোনো ক্যাডারের কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার সুযোগ থাকছে।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: সেনানিবাসের বাড়ি সাবজেল ঘোষণা প্রসঙ্গে ঢিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রাজস্ব নীতি বিভাগের সচিব পদে নিয়োগের ক্ষেত্রে ক্যাডার সীমাবদ্ধতা থাকছে না। তিনি বলেন, “এই পদে নিয়োগ দেওয়া হবে যোগ্যতা, অভিজ্ঞতা ও ন্যায্যতার ভিত্তিতে। যেকোনো ক্যাডারের কর্মকর্তা এই পদে নিয়োগযোগ্য হবেন।”

তিনি আরও জানান, উপদেষ্টা ফাওজুল কবির খানের নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর

তবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব নিয়োগের ক্ষেত্রে বর্তমান প্রক্রিয়াই বহাল থাকবে বলে জানান প্রেস সচিব।