নির্বাচনি রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "বিএনপি ইতিবাচকভাবে নির্বাচনি রোডম্যাপ দেখছে। যথাযথ সময়ে রোডম্যাপটি ঘোষণা করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও একই ধরনের নির্দেশনা ছিল। এখন রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা।"
আরও পড়ুন: পূর্বঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল
এছাড়া, বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "নির্বাচনমুখী পরিবেশ তৈরি হয়েছে। মানুষ ভোটের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচন হলে দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে। এখন রাজনীতির সময় শেষ, জাতি গঠনের সময় এসেছে। জনগণ জবাবদিহিমূলক সরকার চায়। ভোটের পর অর্থনীতির পাশাপাশি দক্ষতা উন্নয়ন সবচেয়ে বড় লক্ষ্য হবে। বিএনপির পরিকল্পনা অনুযায়ী ১৮ মাসে এক কোটি মানুষকে চাকরি দেওয়ার প্রস্তুতি রয়েছে। তবে সব অংশীজনের প্রস্তুতি গ্রহণ জরুরি।"
এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে। কমিশন জানিয়েছে, সেপ্টেম্বরের মধ্যে নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন সংক্রান্ত চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। এছাড়া, নির্বাচনী আসনগুলোর চূড়ান্ত সীমানা ১৫ সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করা হবে। সেপ্টেম্বরে শেষ সপ্তাহ থেকে নির্বাচন বিষয়ক অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে, যা অন্তত দেড় মাস সময় নেবে।
আরও পড়ুন: নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক