জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র জনগণ রুখে দেবে: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:২৪ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র জনগণ রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় বরিশাল নগরীর ১৮ নং ওয়ার্ডস্থ কাঞ্চন পার্কে বৃক্ষরোপণ পরবর্তী এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে- ড. মঈন খান

এসময় রহমাতুল্লাহ বলেন, দীর্ঘ দেড় যুগ ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। ফ্যাসিবাদ বিদায়ের এক বছর পার হলেও এখন পর্যন্ত জনগণ যাতে ভোটের অধিকার প্রয়োগ করতে না পারে এজন্য ষড়যন্ত্র চলছে। জনগণ এখন ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বর্তমানে নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ ও দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ফেব্রুয়ারি মাসে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে—এটিই দেশের মানুষের প্রত্যাশা। একটি কুচক্রী মহল এখন পর্যন্ত নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে জনগণ অতীতের ষড়যন্ত্র যেভাবে রুখে দিয়েছে, এবারে নির্বাচন বানচালের ষড়যন্ত্রও রুখে দেবে।

আরও পড়ুন: নির্বাচনের আগেই যুক্ত হচ্ছেন ৪ হাজার নতুন এএসআই

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মাসুম, মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মিলন চৌধুরী, ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল মোমেন কোটন, ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম গাজী, স্বাধীনতা ফোরাম মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিব, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রদল নেতা আসিফ আল মামুন, ইলিয়াস আহমেদ, আশিক মাহমুদ, তাজ ইসলাম, সুজন বসু প্রমুখ।