দেশে চালু হলো ফাইভ-জি: রবি ও গ্রামীণফোন প্রথম

দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে অবশেষে শুরু হলো পঞ্চম প্রজন্মের (ফাইভ-জি) মোবাইল নেটওয়ার্কের বাণিজ্যিক কার্যক্রম। দেশের শীর্ষস্থানীয় দুই মোবাইল অপারেটর, রবি আজিয়াটা লিমিটেড এবং গ্রামীণফোন, একই দিনে এই অত্যাধুনিক সেবা চালু করার ঘোষণা দিয়েছে। এর মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন এক মাইলফলক।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে দেশের প্রথম মোবাইল অপারেটর হিসেবে ফাইভ-জি সেবা চালুর ঘোষণা দেয় রবি আজিয়াটা লিমিটেড। রাজধানীর একটি অনুষ্ঠানে রবির প্রধান কার্যালয়ে ফাইভ-জি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
আরও পড়ুন: অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে দুই বছরের কারাদণ্ড
প্রাথমিকভাবে ঢাকার ফকিরাপুল, শাহবাগ, মগবাজার, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু এলাকাসহ বেশ কিছু স্থানে রবির গ্রাহকরা ফাইভ-জি সেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও, চট্টগ্রামের খুলশী এবং সিলেটের সাগরদিঘীর পাড় এলাকায়ও এই সেবা সক্রিয় করা হয়েছে। রবি জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলেও ফাইভ-জি কাভারেজ বাড়ানো হবে।
রবির ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই গ্রামীণফোনও ফাইভ-জি সেবা চালুর ঘোষণা দেয়। সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে জিপির অফিসিয়াল ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তার মাধ্যমে এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটির সিইও ইয়াসির আজমান। এর ফলে দেশের শীর্ষ দুই অপারেটর একই দিনে ফাইভ-জি যুগে প্রবেশ করল।
আরও পড়ুন: গ্রাহকসেবার কল ৯০ সেকেন্ডের মধ্যে রিসিভ করতে হবে
উদ্বোধনী অনুষ্ঠানে ফয়েজ আহমদ তৈয়্যব ফাইভ-জি স্মার্ট ডিভাইসগুলোকে আরও সাশ্রয়ী করতে নির্মাতা ও অপারেটরদের যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। ফাইভ-জি প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট গতি বহুগুণ বাড়বে এবং বিভিন্ন ক্ষেত্রে যেমন - স্মার্ট সিটি, আইওটি (ইন্টারনেট অফ থিংস) ও এন্টারপ্রাইজ সলিউশনে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।