বিজিবির উদ্যোগে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর ৫৪তম শাহাদত বার্ষিকী পালন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:২২ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যথাযোগ্য মর্যাদায় পালন করেছে মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাত বার্ষিকী।

অদ্য সকালে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় বিজিবির একটি সুসজ্জিত দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরে শহীদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: এই ঘৃণ্য কাজে জড়িতদের বিচারে কঠোর আইনগত ব্যবস্থা: প্রধান উপদেষ্টার কার্যালয়

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সৈনিকবৃন্দ, বীরশ্রেষ্ঠের পরিবারবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল জেলার মহেষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর)-এ যোগদান করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যশোরের ৮ নম্বর সেক্টরের অধীনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম: রিজভী

৫ সেপ্টেম্বর ১৯৭১ সালে গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে নূর মোহাম্মদ শেখ শহীদ হন। তিনি নিজের প্রাণের বিনিময়ে সহযোদ্ধাদের জীবন রক্ষা করেন। সাহসিকতা ও দেশপ্রেমের জন্য বাংলাদেশ সরকার তাঁকে সর্বোচ্চ সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করেছে।