এক বছরে একটাও গুম হয়নি: অ্যাটর্নি জেনারেল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:২৯ পূর্বাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, জুলাই ও ৭১-এর চেতনাই একই মূলধারার সঙ্গে যুক্ত। স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে আমরা একটি স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি এবং রাষ্ট্রকে একটি সুসংগঠিত কাঠামোর মাধ্যমে গড়ে তুলবো। তিনি বলেন, “আমরা এমন একটি সংবিধানের স্বপ্ন দেখি যেখানে কোনো মা-বোনকে স্বামী-সন্তানের জন্য রাতে অপেক্ষা করতে হবে না, কোনো মা-বোনকে তাহাজ্জুদে বসে কাঁদতে হবে না এবং কোনো কার্টুনিস্টকে জেলে মরতে হবে না। আপনারা গর্বের সঙ্গে বলতে পারবেন, এক বছরে একটাও গুম হয়নি।”

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান ও সাংবিধানিক পুনর্গঠন: তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

আরও পড়ুন: ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা: প্রস্তুত ২ হাজারের বেশি পুলিশ, সোয়াট টিম ও ডগ স্কোয়াড

তিনি আরও বলেন, “৩০ হাজার মানুষকে গুম করেছে। আমরা এ অপরাধের বিচার করবো। এ প্রক্রিয়ায় যারাই অপরাধের সঙ্গে সম্পৃক্ত তাদের বিচারের আওতায় আনা হবে। বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক নীতি প্রতিষ্ঠায় যত বাধা বিপত্তি আসুক, তা মোকাবিলা করব। জুলাইয়ে শহীদদের রক্তের দাম অবশ্যই রাখা হবে এবং সাংবিধানিকভাবে এমন একটি জায়গায় পৌঁছাতে চাই যেখানে সব শহীদের রক্তের মূল্য দেওয়া হবে।”

অ্যাটর্নি জেনারেল জানান, জুলাই গণঅভ্যুত্থানে ১৫০’রও বেশি মানুষ শহীদ হয়েছে, ৩০ হাজারেরও বেশি মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছে এবং গত ১৭ বছরে ৫ হাজারেরও বেশি মানুষ নির্বিচারে শহীদ হয়েছেন। তিনি উল্লেখ করেন, ৬০ লাখ মানুষ বিনাদোষে রাজনৈতিক মামলার স্বীকার হয়েছেন, যার ৯৯ শতাংশ মামলার বাদী ছিল পুলিশ।

আরও পড়ুন: দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১২শ মেট্রিক টন ইলিশ রপ্তানি