বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদানকারী বিচারপতি ড. মো. আখতারুজ্জামানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গ্রহণ করেছেন।
সূত্র জানায়, গত ৩১ আগস্ট ড. আখতারুজ্জামান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর প্রধান বিচারপতি তা রাষ্ট্রপতির কাছে প্রেরণ করেন।
আরও পড়ুন: ডাকসু জাকসুতে শক্তির মহড়ায় সহিংসতার শঙ্কা বাড়লেও শান্তিপূর্ণ ভোটগ্রহণ
এর আগে বিচারপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠার পর সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল তাকে ব্যাখ্যা দিতে তলব করেছিল। ১ জুলাই তিনি সশরীরে হাজির হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন।
উল্লেখ্য, গত বছরের ১৬ অক্টোবর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দুর্নীতি ও সরকারের সহায়তার অভিযোগের ভিত্তিতে ১২ জন হাইকোর্ট বিচারপতিকে ছুটিতে পাঠান এবং তাদের বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নেন। এই তালিকায় ড. আখতারুজ্জামানও ছিলেন।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারেক রহমান
জানা গেছে, ড. আখতারুজ্জামান ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এছাড়া তারেক রহমানসহ আরও পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।
এই পদক্ষেপের মাধ্যমে বিচারপতির পদত্যাগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সুপ্রিম কোর্ট সূত্রে বলা হয়েছে, এটি আদালতের স্বচ্ছতা ও ন্যায়বিচারের প্রক্রিয়াকে শক্তিশালী করবে।