রাজউকের সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুর রহমানের বিরুদ্ধে দুদকের মামলা
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।
আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে
এজাহারে উল্লেখ করা হয়েছে, রাজউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এবং পরে সোশ্যাল ওয়েলফেয়ার এজেন্সির গুরুত্বপূর্ণ পদে থেকে ছিদ্দিকুর রহমান ক্ষমতার অপব্যবহার করেন। ওই সময়ে তিনি জ্ঞাত আয়-অসঙ্গতভাবে প্রায় ৩১ কোটি ৩০ লাখ টাকার সম্পদ অর্জন করেন।
তদন্তে আরও বেরিয়ে এসেছে, ২০০১ থেকে ২০১৭ সালের মধ্যে তার নামে খোলা ৫৭টি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় প্রায় ৮৮ কোটি ৮২ লাখ টাকা। প্রায় সমপরিমাণ অর্থ উত্তোলনও করা হয়েছে। মোট ১৭৭ কোটির বেশি টাকার এ লেনদেনকে দুদক ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’ হিসেবে চিহ্নিত করেছে।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।





