সংসদীয় আসনের সীমানা নিয়ে বিরোধ, আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে উদ্ভূত বিরোধে আদালতের নির্দেশনাকেই চূড়ান্ত ধাপ হিসেবে গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ কথা জানান।
আরও পড়ুন: বিচারকদেরও জবাবদিহিতা থাকা উচিত: ট্রাইব্যুনালের অভিমত
তিনি বলেন, “সীমানা নিয়ে এখন পর্যন্ত ১৮টি রিট হয়েছে। আমরা আদালতের প্রতি আস্থাশীল। সেখান থেকে যে নির্দেশনা আসবে, সেটিই আমরা বাস্তবায়ন করব।”
আন্দোলনের অংশ হিসেবে ভাঙচুরের প্রসঙ্গে সচিব বলেন, “যেকোনো প্রেক্ষাপটে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত বিষয়। বিষয়টি এখন আদালতের বিচারাধীন। আদালতের সিদ্ধান্ত আমাদের জন্য বাধ্যতামূলক হবে।”
আরও পড়ুন: রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
এ সময় তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ২২ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। পাশাপাশি, নির্বাচনি পর্যবেক্ষকদের অংশগ্রহণ নিয়েও আগামী কমিশন বৈঠকে আলোচনা হবে।
রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, “২২টি দলের তদন্ত শেষ হয়েছে। আগামী রোববার বা সোমবার কমিশনের বৈঠকে এ বিষয়টি তোলা হবে।”
প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রবাসে অবস্থানরত কেউ অনলাইনে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করে দেশে ফিরে এলে তিনি আর ভোট দিতে পারবেন না। এ বিষয়ে নিবন্ধনের জন্য বিশেষ অ্যাপ কবে চালু হবে, তা পরে জানানো হবে।
এছাড়া তিনি জানান, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদেরও নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।