সংবিধান সংশোধন, রাজনৈতিক দল নিষিদ্ধ নয়, তারেকের প্রত্যাবর্তন নিশ্চিত: মির্জা ফখরুল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪৮ পূর্বাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪৮ পূর্বাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, সংবিধান সংশোধনের ক্ষমতা কেবল সংবিধানে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব। “রাখে সে সংবিধান পরিবর্তন করতে পারবে, সংবিধান সংশোধন করতে পারবে… সেখানেই সম্ভব,” তিনি বলেন।

জাতীয় পার্টিসহ ১৪ দলের নিষিদ্ধকরণের বিষয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “এই ব্যাপারে আমাদের বক্তব্য পরিস্কার, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই।”

আরও পড়ুন: স্ত্রী-সন্তানের মৃত্যুর তিন দিন পর হাইকোর্ট থেকে জামিন পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম

তারেক রহমানের প্রত্যাবর্তন বিষয়ে তিনি বলেন, “ইনশাল্লাহ তারেক রহমান খুব শিগগিরই ফিরবেন।”

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “আমি এখনো জানি না সেখানে আমাদের ভূমিকাটি কী হবে। ড. মুহাম্মদ ইউনুস ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এ ব্যাপারে আমার কোনো কথা হয়নি।” তিনি আরও যোগ করেন, “আমরা মনে করি দেশের গণতন্ত্র উত্তরণের বিষয়টি এবং দেশের উন্নয়ন উভয়ই সেখানে প্রাধান্য পাবে।”

আরও পড়ুন: অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের বাইরে থেকে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “আমি মনে করি না। আমাদের সিদ্ধান্ত আমাদের নিজস্ব প্রচেষ্টায়, ঐক্যবদ্ধভাবে গ্রহণ করতে হবে। সবসময়ই আমরা দেশের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো নিজস্বভাবেই নিয়েছি। বাইরের কোনো সিদ্ধান্তের প্রয়োজন নেই।”

বিমানবন্দরে বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ উত্তরা ও বিমানবন্দর এলাকার নেতৃবৃন্দ মহাসচিব মির্জা ফখরুলকে স্বাগত জানান।