সিভিল এভিয়েশন একাডেমিতে যুক্তরাজ্যের সহযোগিতায় ICAO National Inspectors Course সম্পন্ন
সিভিল এভিয়েশন একাডেমিতে ব্রিটিশ হাইকমিশনের পৃষ্ঠপোষকতা এবং যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টেশন (DFT)-এর সহযোগিতায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা বিষয়ক ICAO National Inspectors Course সফলভাবে সম্পন্ন হয়েছে।
১৫ সেপ্টেম্বর শুরু হওয়া এ কোর্স শেষ হয় ২৩ সেপ্টেম্বর। সমাপনী দিনে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সিভিল এভিয়েশন একাডেমির সম্মেলন কক্ষে সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: নির্বাচনের আগে সিএমপির ১৬ থানার ওসি রদবদল
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান, বিএসপি, বিইউপি, এনডিসি, পিএসসি। তিনি প্রশিক্ষণ সম্পন্ন কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার মি. জেমস গোল্ডম্যান। এছাড়া উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি) এবং সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী।
অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান আবু সাঈদ মেহ্বুব খান বলেন, “বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলনই এ কোর্স। বিমানবন্দরের নিরাপত্তা তদারকিতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।” তিনি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য দূতাবাস ও ব্রিটিশ DFT-কে ধন্যবাদ জানান।
আরও পড়ুন: স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসকসহযোগী অধ্যাপক পদে পদোন্নতি
বক্তারা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে নিরাপত্তা সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, যুক্তরাজ্য থেকে আগত দুইজন AVSEC Instructor সাত দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন। এতে বেবিচকের নিরাপত্তা বিভাগের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করে সফলভাবে সনদপত্র অর্জন করেন।





