জাতিসংঘে একাধিক বৈঠক করলেন ড. মুহাম্মদ ইউনূস, বিশ্বনেতাদের সঙ্গে মতবিনিময়

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:৩৬ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে একাধিক বৈঠকে অংশ নেন। এ সময় তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানি মাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকসহ বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে মতবিনিময় করেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: সেনানিবাসের বাড়ি সাবজেল ঘোষণা প্রসঙ্গে ঢিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগদানের পর ড. ইউনূস অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশের আসন্ন নির্বাচন, সংস্কার কার্যক্রম এবং অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান বাংলাদেশি প্রবাসীদের বিষয় নিয়ে আলোচনা হয়। তিনি ফেব্রুয়ারির শুরুতে দেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রবাসী সম্প্রদায়ের অবদানকে গুরুত্ব দিয়ে তুলে ধরেন এবং একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত স্মরণানুষ্ঠানে অংশ নেওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন।

আরও পড়ুন: সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর

পরে নেদারল্যান্ডসের রানি মাক্সিমার সঙ্গে বৈঠকে আর্থিক অন্তর্ভুক্তি, স্বাস্থ্য বীমা সম্প্রসারণ ও মাতৃস্বাস্থ্যের জন্য ঋণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। ড. ইউনূস গ্রামীণ মহিলাদের ডিজিটাল স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব দেন এবং বৈশ্বিক ওষুধ শিল্পে সামাজিক ব্যবসার মডেল চালুর আহ্বান জানান। তিনি রানি মাক্সিমাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান। বৈঠকে নেদারল্যান্ডসের রাজকুমারী ক্যাথারিনা-আমালিয়াও উপস্থিত ছিলেন।

এরপর তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেইয়েসুসের সঙ্গে বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ক ইস্যুতে আলোচনা করেন।

পরে ড. ইউনূস দুটি বিশেষ সাইড ইভেন্টে অংশ নেন—‘ফ্যাশন ফর ডেভেলপমেন্ট’ এবং সামাজিক উদ্ভাবনে সরকারি-বেসরকারি সহযোগিতা বিষয়ক সেশন।