বিএনপি-জামায়াত ভাগ করে প্রশাসন দখল করেছে: তথ্য উপদেষ্টা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৬:১৮ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াত ভাগ-বাটোয়ারা করে প্রশাসনের দখল নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, গণমাধ্যম এখনও ব্যবসায়ীদের স্বার্থে কাজ করছে এবং জাতীয় স্বার্থকে উপেক্ষা করছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে

তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমকে গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। তবে সবকিছু নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও পারস্পরিক ঐকমত্যের ওপর। সিভিল-মিলিটারি আমলাতন্ত্রকে ফ্যাসিস্ট মুক্ত না করে মিডিয়াকে ফ্যাসিস্টমুক্ত করা সম্ভব নয়। একইসঙ্গে মতপ্রকাশের স্বাধীনতায় রাজনৈতিক দলগুলো যেন বাধা না দেয়, সেটিও নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি

বৈঠকে অংশ নেওয়া অন্যান্য বক্তারাও সমালোচনামূলক বক্তব্য রাখেন। তারা বলেন, বিগত সরকারের আমলে গণমাধ্যমে যেসব অনিয়ম ছিল, তা থেকে মুক্ত করার সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার কার্যত কোনো পদক্ষেপ নেয়নি।”

তারা অভিযোগ করেন, বিভিন্ন সংবাদ সংস্থা ও এজেন্সি সংবাদ প্রকাশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। কোনো কোনো গণমাধ্যমের চরিত্র সরকার পরিবর্তনের সাথে সাথে বদলে যায়।

আলোচকরা আরও বলেন, আইন ও সুশাসনের অভাবই হলুদ সাংবাদিকতা প্রসারের মূল কারণ। আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে এই সমস্যা কমে আসবে।