সৈয়দপুর বিমানবন্দরে গণশুনানি: যাত্রীসেবার মানোন্নয়নে পরামর্শ গ্রহণ
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে আজ সোমবার দুপুর ২টা ১৫ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে গণশুনানির আয়োজন করে।
গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (প্রশাসন) ও অতিরিক্ত সচিব জনাব এস এম লাবলুর রহমান। এসময় যাত্রীসাধারণ, এয়ারলাইন্স প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সকল স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে
সভায় যাত্রীসেবার মানোন্নয়নে বিভিন্ন প্রস্তাব ও মতামত উপস্থাপন করা হয়। তাৎক্ষণিক সমাধানযোগ্য বিষয়গুলো বিমানবন্দর ব্যবস্থাপককে সমাধানের নির্দেশ দেন প্রধান অতিথি। আর দীর্ঘমেয়াদি ও নীতি নির্ধারণী পর্যায়ের সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।
গণশুনানিতে বিশেষভাবে আলোচনায় উঠে আসে সৈয়দপুর-ঢাকা রুটে বিমানের ভাড়ার অস্বাভাবিক ওঠানামা ও টিকেট সিন্ডিকেট সমস্যা। যাত্রীরা এসব বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি





