লাইফ সাপোর্টে ভাষাসৈনিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ন, ০২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:০৪ পূর্বাহ্ন, ০২ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিককে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

বুধবার বিকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা লাইফ সাপোর্ট দেন। তিনি বর্তমানে সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. কানিজ ফাতেমা।

আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে

কিডনির সমস্যা ছাড়াও সম্প্রতি তিনি একাধিকবার মাইল্ড স্ট্রোক-এর শিকার হন। এর আগে গত ১১ সেপ্টেম্বর ল্যাবএইড হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তিনি পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি হন। তবে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় গত রবিবার তাকে বারডেমে স্থানান্তর করা হয়।

সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত ১৩ বা ১৪ সেপ্টেম্বর হাসপাতালে গিয়ে তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। বর্তমানে সংশ্লিষ্টরা সেই আশ্বাস বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি

ভাষা আন্দোলনের অন্যতম প্রাবন্ধিক ইতিহাসবিদ আহমদ রফিক শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। তিনি পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা।

দুই বাংলার রবীন্দ্রচর্চায় তার অবদান অনন্য। কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট থেকে তাকে রবীন্দ্রতত্ত্বাচার্য উপাধি দেওয়া হয়।

২০১৯ সাল থেকে তার দৃষ্টিশক্তি ক্ষীণ হতে শুরু করে এবং অস্ত্রোপচার ব্যর্থ হয়। ২০২১ সালে পড়ে গিয়ে পা ভাঙার পর থেকেই তার শারীরিক অবস্থা অবনতির দিকে যেতে থাকে। বুদ্ধিজীবী মহল আহমদ রফিকের উন্নত চিকিৎসা ও রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।